লাউশাক ভর্তা
আমাদের সবারই পরিচিত একটি শাক হল লাউ শাক। লাউ শাক দিয়ে তৈরি সকল রেসিপির মধ্যে লাউশাক ভর্তা অন্যতম। গরম গরম ভাতের সাথে লাউ শাক ভর্তার স্বাদ যেন অতুলনীয়।
নিচে লাউ শাক দিয়ে ভর্তা করার একটি সহজ রেসিপি দেওয়া হল.........।
উপকরণ:
১)লাউয়ের পাতা ৬-৭টা,
২)নারকেল কুড়ানো ৪ চা চামচ, easy recipes bd
৩)সরিষা ২ চা চামচ,
৪)সেদ্ধ কাঁচামরিচ ২টা,
৫)প্রয়োজন মতো লবণ।
প্রণালী:
১)প্রথমে লাউশাক ভালো করে ধুয়ে সেদ্ধ করতে হবে।
২)শাকের সাথে কাঁচামরিচও সেদ্ধ করে ফেলতে হবে।
৩)শাক সেদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে পানি ঝরিয়ে নিন। easy recipes bd
৪)এবার নারকেল কুড়ানো, সরিষা, লবণ, সেদ্ধ করা শাক ও কাঁচাম’রিচসহ পাটায় পানি ছাড়া বেটে ভর্তা তৈরি করে ফেলুন।
"গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আপনি চাইলে বউয়া ভাত বা খুদ ভাতের সাথেও পরিবেশন করতে পারেন । বউয়া ভাত বা খুদ ভাতের রেসিপি আমাদের পেজে ও ব্লগে দেওয়া আছে । চাইলে দেখে নিতে পারেন "
আরও মজার দেশি ও বিদেশি খাবারের রেসিপি পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন।আপনাদের মজার মজার রেসিপি সবার সাথে শেয়ার করতে আর দেড়ি না করে এখনি আমাদের গ্রুপে এড হয়ে যান এবং আমাদের পেজ ও গ্রুপটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আমাদের ফেসবুক পেজ পেতে এইখানে ক্লিক করুন 👉 বাঙালি রসুইকর
আমাদের ফেসবুক গ্রুপে এড হতে এইখানে ক্লিক করুন 👉 বাঙালি রসুইকর গ্রুপ
"আপনার মুল্যবান সময় ব্যায় করে আমাদের রেসিপিটি পড়ার জন্য ধন্যবাদ"
একটি মন্তব্য পোস্ট করুন