লেবু লস্যি
এই গরমে প্রশান্তির জন্য ঠান্ডা পানীয় এর বিকল্প কিছু হয় না। বাইরে থেকে কেনা ঠাণ্ডা পানীয় এর চেয়ে ঘরে বসেই তৈরি করা যেমন সাশ্রয়ী তেমনি সাস্থ্যকর। তাই আমরা আজকে আপানাদের জন্য নিয়ে এসেছি পুষ্টিকর ঠাণ্ডা পানীয় লেবু লস্যি। লেবু লস্যি তৈরি করার সহজ রেসিপি নিচে দেওয়া হল......।।
উপকরণ
১)দুই কাপ আখের রস বা আঙুরের রস,
২)এককাপ টক দই,
easy recipes bd
৩)ছোট আধ-চামচ লেবুর খোসা(কুচি করা সবুজ অংশ),
৪)অল্প লেবুর রস,
৫)বরফকুচি,
৬)আধ টেবিল-চামচ পেস্তাবাদাম চুর্ণ
প্রণালি
আখের রস বা আঙুরের রস,দই,লেবুর খোসা,লেবুর রস সব মিক্সিতে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।আপনি চাইলে একটু চিনি মিশিয়ে নিতে পারেন।এইবার গ্লাস ভরে বরফ কুচি ও পেস্তা চূর্ণ ছড়িয়ে পরিবেশন করুন। easy recipes bd
আরও মজার দেশি ও বিদেশি খাবারের রেসিপি পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন।আপনাদের মজার মজার রেসিপি সবার সাথে শেয়ার করতে আর দেড়ি না করে এখনি আমাদের গ্রুপে এড হয়ে যান এবং আমাদের পেজ ও গ্রুপটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আমাদের ফেসবুক পেজ পেতে এইখানে ক্লিক করুন 👉 বাঙালি রসুইকর
আমাদের ফেসবুক গ্রুপে এড হতে এইখানে ক্লিক করুন 👉 বাঙালি রসুইকর গ্রুপ
"আপনার মুল্যবান সময় ব্যায় করে আমাদের রেসিপিটি পড়ার জন্য ধন্যবাদ"
একটি মন্তব্য পোস্ট করুন