আম লস্যি
এই গ্রীষ্মে কম বেশি আমাদের সবার ঘরেই প্রায় প্রতিদিনই আম থাকে।একই রকম ভাবে আম প্রতিদিনই খেতে কার ভালো লাগে।তাই ভিন্নতা আনতে আপনাদের জন্যে নিয়ে এসেছি আম দিয়ে মজাদার এক লস্যি রেসিপি। Bangladeshi Food Recipe
উপকরণ
১)এককাপ পাকা আম (খোসা ছাড়িয়ে কুচি করা),
২)আধকাপ কমলা রস,
৩)চার টেবিল-চামচ মধু বা চিনি,
৪)দুই কাপ ঘন টকদই, Easy Recipes BD
৫)কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি,কিছু বরফ কুচি।
প্রণালি
১)প্রথমে মেশিনে আমের কুচি দিয়ে রস তৈরি করে নিতে হবে।
২)তারপর এর সাথে কমলার রস,মধু ও টক দই মিশিয়ে আবার মিক্সিতে দিয়ে মিক্স করে নিতে হবে।
Easy Bangla Recipe
৩)এবার পরিবেশনের গ্লাসে ঢেলে ওপর থেকে বরফকুচি এবং গোলাপ পাপড়ি দিয়ে পরিবেশন করতে পারেন।
আরও মজার দেশি ও বিদেশি খাবারের রেসিপি পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন।আপনাদের মজার মজার রেসিপি সবার সাথে শেয়ার করতে আর দেড়ি না করে এখনি আমাদের গ্রুপে এড হয়ে যান এবং আমাদের পেজ ও গ্রুপটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আমাদের ফেসবুক পেজ পেতে এইখানে ক্লিক করুন 👉 বাঙালি রসুইকর
আমাদের ফেসবুক গ্রুপে এড হতে এইখানে ক্লিক করুন 👉 বাঙালি রসুইকর গ্রুপ
"আপনার মুল্যবান সময় ব্যায় করে আমাদের রেসিপিটি পড়ার জন্য ধন্যবাদ"
একটি মন্তব্য পোস্ট করুন