সচরাচর আমরা বিয়ে বাড়িতে বোরহানি খেয়ে থাকি । ভারি খাবারের পরে বোরহানি খাদ্য হজমে খুবই কার্যকরী । বাড়িতে খুব সহজেই বোরহানি তৈরি করা যায় । খাবারের পর বোরহানি পান আপনাকে তৃপ্তি দেওয়ার পাশাপাশি আপনার হুজম শক্তিকে করবে আরও উন্নত এবং আপনার পাকস্থলী থাকবে সুস্থ । তাই চলুন দেখে নেওয়া যাক আজকের বোরহানি রেসিপি......... Bangla Recipe
বোরহানি বানানোর রেসিপি
উপকরণঃ
- টক দই- ২ কাপ
- পুদিনা পাতা- আধা কাপ
- কাঁচামরিচ- ৪টি
- ধনেপাতা কুচি- আধা কাপ Bangla Food Recipes
- চিনি- ৩ চা চামচ
- জিরার গুঁড়া- ১ চা চামচ
- ধনে গুঁড়া- ১ চা চামচ
- বিট লবণ- ১ চা চামচ
- গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ
- লবণ- আধা চা চামচ
আরও দেখুন ঃ
আরও মজার দেশি ও বিদেশি খাবারের রেসিপি পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন।আপনাদের মজার মজার রেসিপি সবার সাথে শেয়ার করতে আর দেড়ি না করে এখনি আমাদের গ্রুপে এড হয়ে যান এবং আমাদের পেজ ও গ্রুপটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আমাদের ফেসবুক পেজ পেতে এইখানে ক্লিক করুন 👉 বাঙালি রসুইকর
আমাদের ফেসবুক গ্রুপে এড হতে এইখানে ক্লিক করুন 👉 বাঙালি রসুইকর গ্রুপ
"আপনার মুল্যবান সময় ব্যায় করে আমাদের রেসিপিটি পড়ার জন্য ধন্যবাদ"
একটি মন্তব্য পোস্ট করুন