চিকেন নাগেট তৈরির সহজ রেসিপি
রেস্টুরেন্টে বসে খাওয়া খাবার যদি বাড়িতে বসেই নিজ হাতে বানানো যায় তাও আবার রেস্টুরেন্টের স্বাদে তাহলে তো কথাই নেই। আজকে আপনাদের জন্যে নিয়ে এসেছি রেস্টুরেন্টের স্বাদে একটি অত্যন্ত মজাদার সহজ রেসিপি চিকেন নাগেট।।
উপকরণ:
- মুরগির মাংসের কিমা ৫০০ গ্রাম,
- পিঁয়াজ কুচি ১ টেবিল চামচ,
- ডিম ১ টি,
- পাউরুটি ৬ টুকরা,
- ব্রেডক্রাম্ব ১ কাপ,
- ময়দা ১ কাপ, how to make chicken nuggets like kfc
- পানি আধা কাপ,
- রসুনবাটা ১চা চামচ,
- লবণ ১ চা চামচ,
- গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,
- ভাজার জন্য পরিমাণমতো তেল
প্রণালী:
১)প্রথমে মুরগির মাংসের কিমা,পাউরুটি,রসুন,গোলমরিচ গুঁড়া, লবণ ও পিঁয়াজ এক সাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। How to fry chicken nuggets
২)এরপর ছোট ছোট নাগেটের আকৃতি করে রাখতে হবে। bangladeshi Food Recipe
৩)এবারে একটি পাত্রে ডিম ফাটাতে হবে এবং অপর একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিতে হবে।
৪)এখন নাগেট গুলো প্রথমে ময়দা, ডিম এবং ব্রেডক্রাম্ব মেখে ফুটন্ত ডুবো তেলে বাদামি করে ভেজে তুলে টমেটো সসের সাথে পরিবেশন করুন মজাদার চিকেন নাগেট। easy recipes bd
আরও মজার দেশি ও বিদেশি খাবারের রেসিপি পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন।আপনাদের মজার মজার রেসিপি সবার সাথে শেয়ার করতে আর দেড়ি না করে এখনি আমাদের গ্রুপে এড হয়ে যান এবং আমাদের পেজ ও গ্রুপটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আমাদের ফেসবুক পেজ পেতে এইখানে ক্লিক করুন 👉 বাঙালি রসুইকর
আমাদের ফেসবুক গ্রুপে এড হতে এইখানে ক্লিক করুন 👉 বাঙালি রসুইকর গ্রুপ
"আপনার মুল্যবান সময় ব্যায় করে আমাদের রেসিপিটি পড়ার জন্য ধন্যবাদ"
একটি মন্তব্য পোস্ট করুন